Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজায় ভারত যাচ্ছে ১২০০ টন ইলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

ইলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইলিশের কেজির নূন্যতম মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার অর্থাৎ ১ হাজার ৫২০ টাকা।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের ন্যায় চলতি ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষ্যে ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রফতানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে আলোকে রফতানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে হার্ড কপিতে আবেদনের আহ্বান করা হয়। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রফতানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদফতরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এরইমধ্যে যারা ইলিশ রফতানি করতে আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করতে হবে না।

সারাবাংলা/ইএইচটি/এইচআই
বিজ্ঞাপন

রোজা ঘিরে বাজারে নেই অস্থিরতা
৩০ জানুয়ারি ২০২৬ ১২:২৯

নগদ-এ কাজের সুযোগ
৩০ জানুয়ারি ২০২৬ ১২:২২

আরো

সম্পর্কিত খবর