Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৩ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর পৃথক স্থানে এসব নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডেমড়ায় কাভার্ডভ্যানচালক সাব্বির আহমেদ (২৬) ও খিলগাঁওয়ে মোটরসাইকেলচালক সিফাত উল্লাহ (২৫)।

ডেমরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, সকালে ডেমরা মীরপাড়া ও স্টাফ কোয়ার্টারের মাঝামাঝি রাস্তায় অসিম পরিবহনের বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সাব্বির নামে কাভার্ডভ্যানটির চালক।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃতের বিষয়টি নিশ্চিত করেন। অসিম পরিবহনের চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁও নাগদারপাড় এলাকায় বাসধাক্কায় সিফাতউল্লাহ (২৫) নামে মোটরসাইকেলচালক আহত হন। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান।

নিহত সাব্বিরের প্রতিবেশী মো. রনি জানান, তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জিকরা গ্রামে। সাব্বিরের বাবার নাম আলাউদ্দিন। বর্তমানে তিনি থাকতেন ডেমরা আতিক মার্কেট এলাকায়।

মৃত সিফাতউল্লাহর বন্ধু মুনতাসির মোল্লা মুহিত জানান, তাদের বাড়ি নরসিংদী জেলার শহরটি উপজেলার তারাকান্দি গ্রামে। সিফাতউল্লাহর বাবার নাম মো. হাফিজউল্লাহ। বর্তমানে ডেমড়া এলাকায় থাকতো। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও এলাকা থেকে স্বজনরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

কাভার্ডভ্যানচালক নিহত মোটরসাইকেলচালক রাজধানী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

উত্তাল নেপাল, কিন্তু কেন?
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪০

আরো

সম্পর্কিত খবর