ঢাকা: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের ডাটা সেন্টার পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সম্প্রতি সিলেটে অবস্থিত গ্রামীণফোনের ডেটা সেন্টার পরিদর্শন করেছেন। টিয়ার-থ্রি মানদণ্ডে নির্মিত এই ডেটা সেন্টারটি একটি মাইলফলক অবকাঠামো।
সোমবার (৮ সেপ্টেম্বর) গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে টিয়ার থ্রি-রেটেড ডেটা সেন্টারটির দৃষ্টিনন্দন নকশা, অত্যাধুনিক যন্ত্রপাতি ও অগ্রসর মানের পরিচালন ব্যবস্থার প্রশংসা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। নিরবচ্ছিন্ন ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে নিয়োজিত দক্ষ টিম এবং স্বয়ংক্রিয় মনিটরিং টুলসেরও প্রশংসা করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর চিফ জেনারেল ম্যানেজার আনোয়ার মাসুদ এবং গ্রামীণফোনের ডিরেক্টর এবং হেড অব টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট মো. আব্দুর রায়হান প্রমুখ।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় প্রয়োজন বিশ্বমানের অবকাঠামো। নির্ভরযোগ্য, টেকসই ও ভবিষ্যত-উপযোগী ডিজিটাল সল্যুশনের মাধ্যমে প্রযুক্তিগতভাবে অগ্রসর বাংলাদেশ গড়ার দূরদৃষ্টিসম্পন্ন ভাবনার প্রতিফলন এই ডেটা সেন্টারটি।’
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, ‘বেসরকারি খাতের উদ্যোগে অত্যাধুনিক অবকাঠামো নির্মাণের মতো পদক্ষেপকে স্বাগত জানায় সরকার, যা বাংলাদেশকে বৈশ্বিক ডিজিটাল হাবে পরিণত করার স্বপ্ন পূরণে সহায়ক।’
গ্রামীণফোনের ডিরেক্টর এবং হেড অব টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট মো. আবদুর রাইহান বলেন, ‘এমন একটি অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণ করতে পেরে আমরা গর্বিত যা ক্রমবর্ধমান ডিজিটাল পরিমণ্ডলের চাহিদা পূরণে সহায়ক। বাংলাদেশের টেলিকম খাতে আস্থা, স্থায়িত্ব ও প্রযুক্তিগত উৎকর্ষতা নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এই ডেটা সেন্টারটি সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।’
পরিদর্শনের স্মারক হিসেবে ফয়েজ আহমদ তৈয়্যব এবং সচিব আব্দুন নাসের খান ডেটা সেন্টার প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণ করেন, যা পরিবেশ-বান্ধব ও টেকসই ডিজিটাল ভবিষ্যতের প্রতীক।
গত বছর সিলেটে তাদের প্রথম টিয়ার-থ্রি মানের ডেটা সেন্টারটি উদ্বোধন করে গ্রামীণফোন। এই সুপার কোর ডেটা সেন্টার দেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের (এমএনও) গড়ে তোলা ডেটা সেন্টারগুলোর মধ্যে বৃহত্তম। এটি একটি কনটেইনার ভিত্তিক মডিউলার ডেটা সেন্টার। সেন্টারটিতে টেকসই পরিবেশের দিকটি অগ্রাধিকার দেয়া হয়েছে; রয়েছে কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা এবং অগ্নি নির্বাপনের জন্য পরিবেশ-বান্ধব নোভেক গ্যাস। সেন্টারটিতে আরো রয়েছে উন্নত পর্যবেক্ষণ ও অনুপ্রবেশ শনাক্তকরণ প্রযুক্তি, যার মাধ্যমে গ্রাহকদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হয়।