Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০০ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষ্যে আশেপাশে যে মেলা বসে, এবার এসব মেলা হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্ডার এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ রয়েছে।’

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, ‘এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে।’

তিনি বলেন, ‘এটা হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাদের মধ্যে যারা আমাদের সঙ্গে ছিলেন, তারা অঙ্গীকার করেছেন এটা খুবই ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসারের একটা বড় ভূমিকা রয়েছে। ২৪ ঘণ্টা যাতে মণ্ডপ পর্যবেক্ষণে থাকে, সে জন্য দিনে তিনজন করে, রাতে চারজন করে থাকবেন। তারাও ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি নতুন অ্যাপ করে দিয়েছি, যাতে কোনো ঘটনা ঘটলে এটির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে পারবে। পাশাপাশি, ঘটনার কোনো সত্যতা আছে কিনা, সেটাও যাচাই করে দেখা যাবে।’

সারাবাংলা/ইউজে/এইচআই

দুর্গাপূজা স্বরাষ্ট্র উপদেষ্টা হিন্দু সম্প্রদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর