Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাধু সেজে নেতা হওয়ার মুখোশ খোলা হবে, শুধু সময়ের অপেক্ষা’

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা।’

সারজিস আলম দাবি করেন, ‘পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপি নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজির সঙ্গে জড়িত। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।’

তিনি লিখেছেন, ‘প্রথমবার শুধু সতর্ক করেছিলাম। এখন যদি প্রমাণ করার চ্যালেঞ্জ করেন, তাহলে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে কিনা সেটা একবার ভেবে নিন। কত ধরনের অপকর্মে জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এই এক বছরে কামিয়েছেন, সেটা আপনারাই ভালো জানেন। তেঁতুলিয়ার সাধারণ মানুষও জানে। প্রমাণ হাজির করলে তা শুধু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বাংলাদেশ দেখবে।’

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাকে চাঁদাবাজি, রাতের আঁধারে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন, টেন্ডারবাজির নামে লুটপাট, বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং জেলার বাইরের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়—সব কর্মকাণ্ডে বিএনপি নেতারা জড়িত।

পোস্টে সারজিস আলম স্পষ্ট ভাষায় লেখেন, ‘কে কাকে দিয়ে কী করায়, কার ডান হাত কে, বাম হাত কে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত—সব তথ্য প্রমাণ আমার হাতে আছে। চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ খুব শিগগিরই খোলা হবে।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর