Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিস খাল পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৭

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে প্যারিস খাল পরিষ্কার করেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় প্যারিস খাল পরিষ্কার করেছেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে দলের সম্ভাব্য প্রার্থী আমিনুল হক।

খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনের আগে বক্তব্যে আমিনুল হক বলেন, ‘কে কাজ করল আর কে করল না সেটা আমি দেখব না। আমি দেখব, আমি নিজে কাজ করছি কি না, আমার কাজ কতটা প্রত্যাশিত মানে হচ্ছে। আমি আমার মন মতো কাজ করতে পারলেই শান্তি পাব।’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল আরও বলেন, ‘একা দেশ বদলানো সম্ভব নয়। তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে পরিবর্তনের ইচ্ছা জাগানো সম্ভব। তিনি নিজের এলাকা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।’

বিজ্ঞাপন

তিনি জানান, ‘বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, তাই জনগণকে সঙ্গে নিয়েই তাদের সমস্যা সমাধান করবে। এ ধরনের খাল পরিষ্কার কর্মসূচি চলমান থাকবে এবং তিনি চান তার এলাকাকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে।’

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, ‘জনগণের কল্যাণে রাজনীতি করতে হলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি।’

সারাবাংলা/এফএন/এসএস

খাল নেতাকর্মী পরিষ্কার প্যারিস বিএনপি রাজধানী

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০২

আরো

সম্পর্কিত খবর