Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলের নিবন্ধনের খোঁজ নিতে ইসিতে এনসিপি

‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

দলের নিবন্ধনের খোঁজ জানতে ইসিতে এনসিপি প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা: ‎নিজ দলের নিবন্ধনের বিষয়ে খোঁজ নিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আকতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

‎সোমবার (৮ সেপ্টম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাসহ তিন সদস্যের প্রতিনিধি দল। ‎পরে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, ‘নিবন্ধন প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে তা জানতে আজকের এ সাক্ষাৎ।’

তিনি বলেন, ‘কমিশন জানিয়েছে, মাঠ পর্যায় থেকে ভেরিফিকেশন শেষে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এই রিপোর্টগুলো কমপাইল করার পর তারা হয়তো এ মাসের ভিতরেই শুধু এনসিপির ব্যাপারে না, অন্য যে কয়টা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল তাদের মধ্যে যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে, তাদের সবার ব্যাপারেই একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের একটি ধারাবাহিক ডায়ালগের আয়োজন করতে হবে। সে ডায়ালগের অংশ হিসেবে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে বসবেন।’

প্রবাসীদের ভোট বিষয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘এরই মধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। এর প্রক্রিয়া নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। কমিশন থেকে আমাদের যেটা জানানো হয়েছে, প্রবাসীরা পোস্টাল ভোট দেবেন এবং দেশে যারা পেশাগত কারণে নিজ সংসদীয় আসনের বাইরে থাকবেন, তারাও এই প্রক্রিয়ায় ভোট দিতে পারবেন।’

তিনি আরও জানান, পোস্টাল ভোটের জন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপস ওপেন করা হবে এবং ওখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। নিবন্ধন সম্পন্ন করলে তাদের আগে থেকেই ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোটিং সম্পন্ন করে আবার পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সংসদীয় আসনে পাঠাবেন। পরে এটি মূল ভোটের যে কাউন্ট সেটির সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর