Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে ভুটানের মৌসুমি ফল পাঠালেন রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

ফলের ঝুড়ি গ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়। ফলের ঝুড়ি গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইং সদস্য শাইরুল কবির খান।

এ সময় ড. মঈন খান বেগম জিয়ার পক্ষে রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর