Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন ঘিরে মোতায়েন থাকবে ২০৯৬ পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাবি ক্যাম্পাসে ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইন হাতে তুলে না নিতে অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের সার্বিক নিরাপত্তার বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

তিনি বলেন, সোমবার এখানে ডিএমপির এক হাজার ৭৭১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। আগামীকাল দুই হাজার ৯৬ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও র‍্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও থাকবেন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার আরও বলেন, রেগুলার ফোর্স ছাড়াও পুলিশের বিশেষায়িত টিম, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে রয়েছে। এছাড়া, সাদা পোশাকে ডিবি সদস্যরা টহলে রয়েছেন। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে। এ টহল ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।

ডাকসুতে নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান শেখ সাজ্জাত আলী। পাশাপাশি, সোমবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহন করা যাবে না বলে তিনি জানান। এছাড়া, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইন হাতে তুলে না নিতে অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসএস

ঘিরে ডাকসু নির্বাচন পুলিশ মোতায়েন

বিজ্ঞাপন

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০২

১৬ বছরেই পাওয়া যাবে এনআইডি
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৮

আরো

সম্পর্কিত খবর