Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে ফ্ল্যাট দখলের চেষ্টা
সাকা চৌধুরীর দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৩

ঢাকা: রাজধানীর গুলশানে শিল্পপতির বাসায় ঢুকে স্ত্রী-সন্তানদের মারধরসহ ফ্ল্যাট দখলের চেষ্টার অভিযোগে বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে মামলাটি করেন প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম।

মামলার আসামিরা হলেন- সাকা চৌধুরীর ভাতিজা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, কেশব চন্দ্র নাথ, সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের প্রোপ্রাইটর আরেফিন সামসুল আলম, হারুন অর রশীদ, মেরিনা ইরশাদ, ফেরদৌস মুনসি, ছালাউদ্দিন আব্বাছি ও শাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগের বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৬ সালে ঢাকার গুলশান মডেল টাউন এলাকায় ছয়তলা ভবন নির্মাণের জন্য আরেফিন সামসুল আলমের সঙ্গে মাইনুল ইসলাম-ফারজানা আন্না ইসলাম দম্পতি চুক্তিপত্র সম্পাদন করেন। পরে ২০০৭ সালের ১৯ ডিসেম্বর তারা বাড়িটি বুঝে পান। ২০০৮ সালের ২৪ মার্চ মারা যান মাইনুল ইসলাম। তার মৃত্যুর পর সামসুল আলম অন্য আসামিদের সঙ্গে নিয়ে বাড়ির ফ্ল্যাট দখলের চেষ্টা করতে থাকেন। জাল দলিল তৈরি করে বাড়ির দ্বিতীয় তলার পুরো ফ্লোর দখলের চেষ্টা করেন তারা। গত বছর জুলাই অভ্যুত্থানের পর আসামিরা আরও বেপরোয়া আচরণ করতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই ওই বাড়িতে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে ফ্ল্যাটের তালা ভেঙে দখলের চেষ্টা করেন তারা। এ সময় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়া ফারজানা আন্না ইসলামকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। গত ২৮ আগস্ট অভিযুক্তরা আবারও ওই বাসায় ঢুকে হামলা করেন। বাসায় থাকা লোকজনদের জখমও করা হয়। এ সময় ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান আসামিরা। বাসার নিচের গ্যারেজে ভাঙচুর চালানো হয়। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়।

সারাবাংলা/আরএম/এসএস

বিরুদ্ধে ভাতিজা মামলা সাকা চৌধুরী

বিজ্ঞাপন

১৬ বছরেই পাওয়া যাবে এনআইডি
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৮

আরো

সম্পর্কিত খবর