ঢাকা: জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় রাজধানীতে ঝটিকা মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচজনকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মো. মেহেদী হাসান (৩৪), লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৬), হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলমারা চৌধুরী রিতা (৫৪), মহানগর উত্তর ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. মাকবুল হোসেন (৩৭) ও কলাবাগান থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদ করিম (৬৩)।
তালেবুর রহমান বলেন, গতকাল রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর থানার বেনারসি পল্লী এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিবি। ওই রাতে শাহবাগ থানার এনেস্কো টাওয়ার এলাকা থেকে আনোয়ার হোসেনকে, মালিবাগ থেকে আলমারা চৌধুরী রিতা ও মাকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিকেলে রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে মাসুদ করিমকে গ্রেফতার করে ডিবি।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।