জেন-জি বিক্ষোভকারীদের ওপর পুলিশের প্রাণঘাতী দমন-পীড়নের নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাখ। সামাজিক মাধ্যম নিষিদ্ধকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে চলা এই বিক্ষোভে হতাহতের ঘটনার পরই তিনি পদত্যাগ করলেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এদিন সন্ধ্যায় বালুয়াতারে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে লেখাখ তার পদত্যাগপত্র জমা দেন।
এর আগে, এদিন কাঠমান্ডু ও ইতাহারিতে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হন। এছাড়া, উপত্যকা ও সুনসারি জেলার হাসপাতালগুলোতে বিক্ষোভকারী, সাংবাদিক ও নিরাপত্তা কর্মীসহ শত শত আহতের খবর পাওয়া গেছে।

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে রাজধানী কাঠমান্ডুতে জেন-জিসহ সাধারণ জনতা বিক্ষোভ করেছে। ছবি সংগৃহীত
ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ এর আগে কাঠমান্ডু, পোখারা, বুটওয়াল-ভৈরহাওয়া এবং ইতাহারিসহ বেশ কয়েকটি প্রধান শহরে কারফিউ জারি করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে নেপালের সবচেয়ে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনা হিসেবে পরিচিতি পাওয়া এই ঘটনার পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী লেখাখ দল ও দলের বাইরে তীব্র চাপের মুখে ছিলেন।