পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় অটোভ্যানের বৈদ্যুতিক চার্জার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হোসনে আরা (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত হোসনে আরা ওই এলাকার রহিদুল ইসলামের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে রহিদুল তার অটোভ্যানটি চার্জে দিয়েছিলেন। পরদিন সকালে তার স্ত্রী হোসনে আরা চার্জার খুলতে গেলে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।