Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে জমির বিরোধে এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:০০

প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের কোপে শামসুল আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহেশখালীর মাতারবাড়ির দক্ষিণ রাজঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম (৫৫) একই এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত শামসুল আলমের সঙ্গে তার চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার এই ঘটনায় সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে বিরোধ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শামসুল আলমের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে দ্রুত মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

সারাবাংলা/এইচআই

একব্যক্তি নিহত কক্সবাজার জমির বিরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর