নীলফামারী: জেলা কারাগারে সাজা ভোগ শেষে মুক্তি পাওয়া রোকসানা খাতুন (২২) নামে এক নারীকে পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা কারাগার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনটি হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম ও সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
রোকসানা খাতুন রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা আশ্রয়ণ এলাকার বাসিন্দা ও আল মামুদের স্ত্রী। কারাগার সূত্রে জানা যায়, মাদক মামলায় নীলফামারীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে দুই বছর তিন মাসের কারাদণ্ড দেন। ২০২৩ সালের ৯ আগস্ট তিনি কারাগারে প্রবেশ করেন এবং চলতি বছরের ৮ সেপ্টেম্বর তার সাজা শেষ হয়।
কারাগারে থাকাকালীন সময় সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করেন রোকসানা। তার এই দক্ষতাকে কাজে লাগিয়েই নতুন জীবনে এগিয়ে যেতে সেলাই মেশিন দেওয়া হয়েছে বলে জানান জেল সুপার রফিকুল ইসলাম।
ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘কারাগার থেকে বের হয়ে কেউ যেন হতাশ না হয়, এজন্য সরকারিভাবে পুনর্বাসন কর্মসূচি চালু রয়েছে। রোকসানা খাতুন সেই কর্মসূচির অংশ হিসেবে সেলাই মেশিন পেয়েছেন। এর মাধ্যমে তিনি অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।’
তিনি আরও জানান, এর আগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েকজন কারামুক্তিকে ইলেকট্রিক ভ্যান দেওয়া হয়েছে। পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে তারা সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছেন।