Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাওলানা মুশতাক হত্যা: জমিয়ত নেতা আব্দুল হাফিজ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫০

সুনামগঞ্জ:  জেলায় নিখোঁজের পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) হত্যা মামলায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের এক নেতা আব্দুল হাফিজ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কঠোর নিরাপত্তায় তাকে দিরাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক এসএম শাফায়াত ছালাম আগামী ১০ সেপ্টেম্বর বুধবার শুনানির দিন ধার্য করেছেন।

গ্রেফতার আব্দুল হাফিজ (৪০) দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। তিনি জমিয়তের অন্য গ্রুপের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

এদিকে আদালত প্রাঙ্গণে হাফিজের ফাঁসির দাবিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় তারা আব্দুল হাফিজের দিকে ডিম নিক্ষেপ করেন।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মামলার তদন্তে সহায়তার জন্য হাফিজের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত বুধবার শুনানি করবেন।

সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো. আকবর হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে  মঙ্গলবার  রাতে দিরাই সড়ক থেকে নিখোঁজ হন মাওলানা মোস্তাক আহমেদ গাজীনগরী। শুক্রবার তার লাশ শরিফপুর ইটভাটার পাশে পুরাতন সুরমা নদীতে পাওয়া যায়। ওই ঘটনায় নিহতের স্ত্রী রুবি বেগম শনিবার রাতে দিরাই থানায় মামলা করেন। মামলায় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ এবং অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর