ঢাকা: ১৯৯০ সালের পর ২৮ বছর পার করে ২০১৯ সালে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখান থেকে পার হয়েছে আরও ছয় বছর। আর এই ছয় বছর পর ফের ডাকসুতে ভোটযুদ্ধ শুরু।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ডাকসু কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, প্রগতিশীল ছাত্রসংগঠনসহ বিভিন্ন ছাত্রসংগঠন আলাদা আলাদা প্যানেলে অংশ নিচ্ছে। এদের বাইরেও রয়েছে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরা।
নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এদিন ভোটগ্রহণের আগে সকাল সাড়ে ৭টায় গণমাধ্যমকর্মীদের সামনে খালি ব্যালট বাক্স সিলগালা করে নির্বাচন কমিশন। এর পর সকাল ৮টায় একযোগে ৮টি কেন্দ্রে ভোট শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর পর বিকেল ৫টার দিকে ভোট গণনা শুরু হবে। এতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবারের ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটারদের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

টিএসসিতে ভোটের লাইনে ছাত্রীরা। ছবি: সারাবাংলা
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলের ভোটার ১৮ হাজার ৯৫৯। আর ১৩ ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। এবার কেন্দ্রীয় সংসদের ভোটে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১৮টি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছেন এক হাজার ৩৫ জন। প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ভূতত্ত্ব বিভাগের নিচতলার দুইপাশে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা। কার্জন হলের পরীক্ষা কেন্দ্র দুই ব্লক করে একপাশে শহীদুল্লাহ হল এবং অন্যপাশে ফজলুল হক মুসলিম হলের ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রে ওই দুটি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রের দ্বিতীয় তলায় অমর একুশে হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আর শারীরিক শিক্ষা কেন্দ্রের ইনডোর গেমস রুমে জগন্নাথ হল, ইনসট্রমেন্ট রুমে শহীদ সার্জেন্ট জহুরুল হক এবং ইনডোর গেমস রুমের অপর পাশে সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

ছবি: সারাবাংলা
এর বাইরে ভোট হচ্ছে উদয়ন স্কুল কেন্দ্রে। এখানে পশ্চিম পাশের দ্বিতীয় তলার ২০৩, ২০৪ এবং ২০৫ নম্বর কক্ষে মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। নিচতলার সেমিনার রুমে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায় কবি জসীম উদ্দীন হল এবং শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রে তিনটি প্রবেশপথ রয়েছে।
সিনেট ভবন কেন্দ্রের সেমিনার রুমে স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফ্লোরে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আর ডাইনিং রুমের কেন্দ্রে ভোট দিচ্ছেন হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা। টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এর বাইরে বিশ্ববিদ্যালয় ক্লাবেও দুটি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। প্রক্টর অফিসের আদেশ অনুযায়ী, নির্বাচন উপলক্ষ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে পরদিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত মোড়ে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা স্ব স্ব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।