Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোশ্যাল মিডিয়ার ওপর নেপালের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭

নেপালে একজন আন্দোলনকারী। ছবি: সংগৃহীত

তীব্র বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। দেশজুড়ে চলা জেন-জির নেতৃত্বে সহিংস বিক্ষোভের জেরে ১৯ জন নিহতের ঘটনার পর নেপাল সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

যদিও এর আগে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছিল, নেপালের প্রধানমন্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত সোশ্যাল মিডিয়া বন্ধ করার সিদ্ধান্তেই অনড় ছিলেন। তবে দলের অভ্যন্তরের চাপ ও দেশের পরিস্থিতি তাকে মত বদলাতে বাধ্য করেছে।

নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সেইসঙ্গে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, ‘জেন-জির দাবি মেনে সরকার সোশ্যাল মিডিয়া খোলার সিদ্ধান্ত নিয়েছে।’

বিজ্ঞাপন

গত সপ্তাহে নেপাল সরকার বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করে দেয়। এর কারণ হিসেবে জানানো হয়, দেশের নতুন নিয়ম অনুযায়ী, এই প্ল্যাটফর্মগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভুয়া আইডি তৈরি করে ঘৃণা ছড়ানো, মিথ্যা খবর প্রচার, প্রতারণা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল।

এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নেপাল সরকার ফেসবুক, ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে। এসব প্ল্যাটফর্মকে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধন করতে বলা হয়েছিল। গত ২৮ আগস্ট থেকে এক সপ্তাহের সময়সীমা দেওয়া হলেও মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ), অ্যালফাবেট (ইউটিউব), এক্স (সাবেক টুইটার), রেডিট এবং লিঙ্কডইন সময়সীমার মধ্যে আবেদন জমা দেয়নি।

সরকারের এই সিদ্ধান্ত গত বছর নেপালের সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পর এসেছে। সামাজিক মাধ্যমগুলোকে একজন স্থানীয় যোগাযোগ কর্মকর্তা এবং অভিযোগ নিষ্পত্তির জন্য একজন কর্মকর্তাকে নিয়োগ করতে বলা হয়েছিল। তবে এই নির্দেশনা মানা হয়নি।

উল্লেখ্য, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ, এবং পোপো লাইভ নেপাল সরকারের কাছে নিবন্ধিত থাকায় তখনও ব্যবহার করা যাচ্ছিল। টেলিগ্রাম এবং গ্লোবাল ডায়েরি থেকে আসা আবেদনগুলোর যাচাই প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসডব্লিউ

জেন জি নিহত নেপাল বিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর