Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর-৪ আসন বিন্যাস পুনর্বহালের দাবি
ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৪

মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে এলাকাবাসী।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর- ৪ আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করায় পুনর্বহালের দাবিতে মহসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় ফরিদপুর-বরিশালসহ ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডে গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জালিয়ে সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ ছাড়াও, আলগি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টার অধিক চলমান অবরোধে এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ অন্য সব মহাসড়কে আটকা পড়েছে দুরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক।

বিজ্ঞাপন

গত শুক্রবার স্থানীয় প্রশাসনের আশ্বাসের তিনদিন অতিবাহিত হলেও দাবি মেনে না নেওয়ায় ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

এলাকাবাসী মিজান মোল্লা জানান, তাদের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর- ৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করায় পুনর্বহাল করা না হলে তারা মহসড়ক অবরোধ প্রত্যাহার করবে না।

ট্রাক ড্রাইভার হ্সেম শেখ বলেন, ‘মাগুরা হাসপাতালের জন্য একটি পানির মেশিন নিয়ে ঢাকা থেকে ভোরে রওনা দেয়। সকাল ৮টার পর ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হওয়ার তিন ঘণ্টা যাবৎ আটকে আছি।’

বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত ভাবে চলা অবরোধ প্রত্যাহার করার বিষয়ে কোনো আশ্বাস মেনে নিচ্ছে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘এলাকবাসীর পক্ষ থেকে তাদের ইউনিয়ন দুটি পুনর্বহালের বিষয়ে একটি স্মারকলিপি আমি সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছি। এ বিষয়ে একটি দলের প্রতিনিধির পক্ষ থেকে হাইকোর্টে একটি রিট করা হয়েছে বলে শুনেছি। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিভিন্ন সমাধানের চেষ্টা চলছে। তাই তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানান। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অনুরোধ জানানো হয়েছে।’

এদিকে, দুপুর ১টার দিকে ভাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় হাবিবুর রহমান(৫৫) নামের একজন বিক্ষোভকারী হিট স্ট্রোকে মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানভীর জুবায়ের বলেন, ‘অসুস্থ এক ব্যাক্তিকে হাসপাতালে আনার পর সে মারা যায়। তিনি হিট স্ট্রোকে মারা গেছেন। কিন্তু তিনি কোথা থেকে অসুস্থ হয়েছেন, আমাদের সেটা জানা নেই।’

আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে গত শুক্রবার দুই দফা মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

সারাবাংলা/এসডব্লিউ

পুনর্বহালের দাবি ফরিদপুর-৪ আসন মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ

বিজ্ঞাপন

গিগাবাইটের নতুন দুই পিসি বাজারে
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫১

আরো

সম্পর্কিত খবর