Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: ফারুকী

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৮

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়। দিনভর শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনার মধ্যেই চলছে ভোট।

এদিন ভোট শুরুর পরপরই সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, “ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!”

তিনি আরও উল্লেখ করেন, যে ভোট রাতারাতি সেরে ফেলা যায়, সেটি দিনের আলোয় অনুষ্ঠিত হলো কেন—এটাই এই জাতির বড় দুর্বলতা। তার মতে, সময়ের কাজ সময়ে না করার প্রবণতাই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচন ঘিরে সকাল থেকে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে কিছু কেন্দ্রে ভোট শুরুর দেরি এবং সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশে সীমাবদ্ধতার অভিযোগ উঠেছে।

ফারুকীর ভাষায়, দীর্ঘ এক যুগের রাজনৈতিক অচলাবস্থার পর ডাকসু নির্বাচন শুধু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই নয়, বরং জাতীয় নির্বাচনের প্রস্তুতিরও ইঙ্গিত বহন করছে।

সারাবাংলা/এফএন/ইআ

ডাকসু নির্বাচন মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর