Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাসির

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৬ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৫

ডাকসুর উদয়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে নাছির উদ্দীন নাছির।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ‘আচরণবিধি ভঙ্গের অসত্য অভিযোগ’ তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর উদয়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

নাছির বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্য আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে, তারা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।’

তিনি আরও দাবি করেন, ‘আচরণবিধি মেনে আমরা ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু শিবিরের কর্মীরা কেন্দ্রের কাছেই প্রচার চালাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে নিশ্চুপ রয়েছেন।’

বিজ্ঞাপন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ডাকসু নির্বাচন নাছির উদ্দীন নাছির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর