Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৬

তারিকুল শিবলী।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ডাকসু নির্বাচনের লাইভ করার সময় তারিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি ‌চ্যানেল এস এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অসুস্থ অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সহকর্মী শফিক আহমেদ জানান, সকাল থেকে ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে লাইভ করার সময় হঠাৎ মাথা ঘুরে পরে যান। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাবির কার্জন হলের সামনে থেকে সহকর্মীরা ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসআর

চ্যানেল এস ডাকসু নির্বাচন ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর