ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে জাকসু নির্বাচনে অমর্ত্য রায় আর অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জাকসু নির্বাচন সংক্রান্তে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। যথারীতি ১১ তারিখে জাকসু নির্বাচন হবে।
এদিন দুপুরে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ৮ সেপ্টেম্বর ভিপি পদ ফিরে পেতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন অমর্ত্য রায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সালের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। তার দাবি, ভিপি প্রার্থী থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। তবে জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী কোনো অনিয়মিত শিক্ষার্থী ভোটার হতে পারে না।
গত ৭ সেপ্টেম্বর প্রার্থিতা ফেরত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠান অমর্ত্য। কিন্তু সাড়া না পাওয়ায় রিট করেন তিনি।