Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে গাছের নিচে চাপা পড়ে রিকশাচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাছের নিচে চাপা পড়ে রহমত আলী (৪৮) নামে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমত আলী ওই এলাকার মৃত পসর মামুদ এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে রহমত আলী তার বাড়ির পাশের কবরস্থানের জমি হতে একটি গাছ কাটতে যায়। অসাবধানতাবশত ওই গাছটি তার মাথায় পড়ে যায়। এতে মাথা ফেটে ও গাছে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএস

গাছ চাপা মৃত্যু রিকশাচালক

বিজ্ঞাপন

এবার কানাডায় এনআইডি সেবা চালু
৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৭

বিমানের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩২

ক্যাবের নতুন সভাপতি সফিকুজ্জামান
৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৬

আরো

সম্পর্কিত খবর