ঢাকা: শরীয়াহভিত্তিক ৫টি ব্যাংকের একীভূত কার্যক্রম বাস্তবায়নে ৮ সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে সরকার।
ব্যাংকগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর এক আদেশে সোমবার (০৮ সেপ্টেম্বর) এ কমিটি গঠন করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এর আগে গত রোববার (০৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে এ-সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্কিং কমিটি গঠন করা হয় বলে সূত্র জানায়।
সূত্রমতে, একীভূত ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ-কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও উপসচিব ফরিদ আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুই যুগ্ম সচিব শেখ ফরিদ ও মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং একই বিভাগের দুই অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান ও মোহাম্মদ নাজিম উদ্দীন।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে- ব্যাংকগুলোর একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা।
অফিস আদেশে বলা হয়েছে, ওয়ার্কিং কমিটির সদস্যরা সভায় উপস্থিতির জন্য বিধি মোতাবেক সম্মানী পাবেন।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির কারণে আর্থিক সঙ্কটে পড়া শরীয়াহ্ ভিত্তিক পাঁচটি ইসলামি ধারার ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলোকে একীভূত করে একটি ইসলামি ধারার ব্যাংক গঠন করা হবে। ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা।
জানা যায়, একীভূত নতুন ব্যাংকের জন্য প্রাথমিকভাবে ২০ হাজার ২০০ কোটি টাকা মূলধন জোগান দেবে সরকার। বাকি টাকা ঋণ নেওয়া হবে।