ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের কয়েক ঘণ্টা পর দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে গুঞ্জন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করার কয়েক ঘণ্টা পর দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন।
পরবর্তীতে নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল পদত্যাগ করেছেন—এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে তার কার্যালয়। এক বিবৃতিতে প্রেসিডেন্টের দফতর বলেছে, চলমান সহিংস বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট পাউডেলের পদত্যাগের খবর সত্য নয় এবং তিনি এখনও দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন-পদত্যাগপত্রে যা লিখেছেন নেপালের প্রধানমন্ত্রী
এর আগে, দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলা তীব্র বিক্ষোভ ও সহিংসতায় ১৯ জনের মৃত্যুর ঘটনার পর তিনি এই সিদ্ধান্ত নেন। এদিন বিকেলে দেশটির সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
রাষ্ট্রপতিকে দেওয়া পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী অলি উল্লেখ করেন, দেশের বর্তমান সংকট নিরসনে সাংবিধানিক পথ তৈরির জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার সকালেও নেপালের রাজধানী কাঠমান্ডুসহ অন্যান্য শহরে বিক্ষোভ চলতে থাকে।
আরও পড়ুন-নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে তার জোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও পদত্যাগ করেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবারের বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার সকালে আরও দুইজনের মৃত্যু হয়েছে।