সাতক্ষীরা: সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের কুখ্যাত জলদস্যু কাজল-মুন্না বাহিনীর তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে অপহৃত দুই জেলেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে যশোর জেলার অভয়নগর উপজেলার গোবিন্দপুর ও আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
গ্রেফতার আসামিরা হলেন— সুব্রত মল্লিক (৪৩), বিপ্লব রায় (৩২) ও লক্ষণ বিশ্বাস (৭২) একই এলাকার চিত্তরঞ্জন মল্লিক, পরিতোষ রায় এবং মৃত কৌতুক বিশ্বাসের ছেলে। এসময় আটক আসামিদের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় সুন্দরবনে অবস্থানরত জলদস্যুদের হাতে জিম্মি দুই জেলে আব্দুস সালাম (২৫) ও বিজয় ধীবর (২৭) কে উদ্ধার করে পুলিশ।
তারা যথাক্রমে শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের নুরহোসেন ও ভেটখালী নুতনঘেরি গ্রামের হরেকৃষ্ট ধীবরের ছেলে। এর আগে দুই জেলেকে অপহরণপূর্বক মুক্তিপণ আদায়ের অভিযোগে সোমবার শ্যামনগর থানায় মামলা করেন স্থানীয় রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ।
জলদস্যু পরিচয়ে ৯ জন অস্ত্রধারী গত ৪ সেপ্টেম্বর সুন্দরবনের পায়রাটুনি খাল থেকে জিম্মি করার ঘটনায় অজ্ঞাত নামীয় ৯ জনকে আসামি করে ওই মামলা করা হয়।
ভুক্তভোগী জেলেদের বরাত দিয়ে আব্দুল হামিদ জানান, বনবিভাগের অনুমতি নিয়ে গত ৪ সেপ্টেম্বর সকালে সুন্দরবনে যায় রমজাননগর ইউনিয়নের ছয় জেলে। দুপুরের দিকে পায়রাটুনি খালে পৌঁছানোর পর কাজল-মুন্না বাহিনীর পরিচয়ে ওয়েজকুরুনি, বিজয় ধীবর, আব্দুস সালাম ও আব্দুল মজিদকে অপহরণ করে জলদস্যুরা।
মুক্তিপণের টাকা বিকাশ নম্বরে পাঠানোর নির্দেশ দিয়ে একদিন পরে দু’জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয় তারা। এঘটনায় সোমবার তিনি শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, মামলা দায়েরের পর প্রযুক্তির সহায়তায় অপরাধী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। গ্রেফতার আসামিদের থেকে আদায়কৃত মুক্তিপণের ৭৪ হাজার, নির্দিষ্ট বিকাশ নম্বরের সিম ও ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে অপহরণের শিকার দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে বিশদ অনুসন্ধান চালাচ্ছে দাবি করে তিনি বলেন, মুক্তিপণের টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করা হয় বলে আটক আসামিরা তথ্য দিয়েছে। উভয় দেশের সীমান্তবর্তী এলাকার কতিপয় ব্যক্তি এ চক্রের সঙ্গে জড়িত।
ইতিমধ্যে অনেক তথ্য মিলেছে দাবি করে তিনি বলেন, আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।