Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাবের নতুন সভাপতি সফিকুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৬

এ এইচ এম সফিকুজ্জামান

ঢাকা: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাবেক মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। ক্যাবের নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি পদে মনোনীত করা হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাব এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ এইচ এম সফিকুজ্জামান-কে ক্যাবের সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সভায় নির্বাহী পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে ভোক্তা-অধিকার আন্দোলন আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে ক্যাবের ভূমিকা আরও সমৃদ্ধ হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ এইচ এম সফিকুজ্জামান ১৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ একাধিক মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সরকারি চাকরিজীবনে তিনি সরকারের বিভিন্ন নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং প্রশাসনিক দক্ষতার জন্য বিশেষভাবে সমাদৃত হয়েছেন। সম্প্রতি তিনি অবসরোত্তর ছুটিতে আছেন।

ক্যাবের নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান-কে ক্যাব-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর