ঢাকা: ৪৫তম বিসিএস এ মৌখিক পরীক্ষায় ১০৩ প্রার্থীর পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে পরীক্ষাটি ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ আগস্ট প্রকাশিত ৪৫তম বিসিএস এর মৌখিক পরীক্ষার সূচি বিজ্ঞপ্তিটি বাতিল করে ১০৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এ ছাড়া প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।