ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের আচরণকে ‘রীতিমতো বেয়াদবি’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
সারজিস বলেন, ‘যে জানে না একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নেই। কোনো বিষয়ে যৌক্তিক আপত্তি থাকলে সেটার সমাধান প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে।’
সারজিস আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামাত-শিবিরের অবস্থান তিনি উসকানিমূলক মনে করেন। পরবর্তীতে বিএনপি-ছাত্রদলের একই ধরনের অবস্থানও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই তুকারির স্বরে টেবিল চাপড়াতে পারে, তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার। আমি ধিক্কার জানাই।’