Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক তরিকুলের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩১

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও সাংবাদিক তরিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিক তরিকুল ইসলাম অচেতন হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসএস

তথ্য উপদেষ্টা তরিকুল মৃত্যু শোক সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর