Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারে ইসরায়েলি হামলায় হামাস নেতার ছেলেসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫ ০০:০০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০০:০১

ছবি : সংগৃহীত

দোহায় ইসরায়েলি হামলায় হামাস নেতার ছেলেসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই হামলায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হলেও তারা অক্ষত রয়েছেন।

নিহতদের মধ্যে একজন হলেন হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে হিমাম আল-হায়া এবং অন্যজন তার কার্যালয়ের পরিচালক জিহাদ লাবাদ। এই হামলার সময় হামাস নেতারা যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন।

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দু’জন নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে লক্ষ্যবস্তু করা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে।

বিজ্ঞাপন

হামাসের দুটি সূত্র জানিয়েছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ হামলা থেকে বেঁচে গেছেন।

ইসরায়েলি একটি সূত্র নিশ্চিত করেছেন, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরমধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।

দখলদার ইসরায়েলের হামলার পর দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শহরটির লেগতিফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

এই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর থেকে কাতারের আমিরি গার্ড সেখানে ২৪ ঘণ্টাই পাহারা দেওয়া শুরু করে।

তথ্য সূত্র : রয়টার্স ও টাইমস অব ইসরায়েল

সারাবাংলা/এসআর

ইসরায়েলি হামলা কাতারে হামলা নিহত হামাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর