Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন
ভিপি পদে ১১ হলে সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৪

সাদিক কায়েম। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১০টি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি পদে (ভিপি) মো. আবু সাদিক (সাদিম কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনভর ভোট শেষে রাতে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। রাত পৌনে ২টা থেকে পৃথকভাবে ফলাফল ঘোষণা করা হয় শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, জগন্নাথ হল, জিয়াউর রহমান হল।

ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৮১৯৪ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ২২২৩ ভোট।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

এগিয়ে ডাকসু নির্বাচন সাদিক কায়েম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর