Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবিরে উদ্দেশে জামায়াত নেতা
বিজয়ী হলেও কোনো মিছিল করা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। ছবি: সংগৃহীত

ঢাকা: নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, ফলাফল যাই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের স্লোগান বা মিছিল করা যাবে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে দেলোয়ার হোসেন এই নির্দেশনা দেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তবে বিজয়ী হলেও মিছিল করা যাবে না, স্লোগানও দেওয়া যাবে না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট।’

তিনি বলেন, ‘ফলাফল হওয়ার পর যখন দায়িত্বশীলদের পক্ষ থেকে এই জায়গা ছেড়ে দিতে বলা হবে, তখন নীরবে চলে যেতে হবে। আমরা শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কেউ হট্টগোল করবেন না, কারও সঙ্গে উত্তেজনায় যাবেন না।’

বিজ্ঞাপন

এদিকে, শেষ খবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সাটি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি পদে (ভিপি) মো. আবু সাদিক (সাদিম কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

জামায়াত নেতা বিজয়ী মিছিল শিবির স্লোগান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর