ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১৫টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কেন্দ্রীয় সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) অন্যান্য পদ এবং হল সংসদের বিভিন্ন পদে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এগিয়ে রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।
ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বড় ব্যবধানে এগিয়ে আছেন। এছাড়াও, জিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।
জসিম উদ্দীন হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৬৪৭, আবিদুল ইসলাম খান ১৮৭ ভোট, উমামা ফাতেমা ৬২, আবদুল কাদের ৫৫, শামীম হোসেন ৯৪ ও বিন ইয়ামিন মোল্লা ৪ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৪০, তানভীর বারী হামীম ২৫৫, মেঘ মল্লার বসু ৮১, আবু বাকের মজুমদার ৬৭ ভোট পেয়েছেন।
ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম খান ১৮১, উমামা ফাতেমা ১৫৩, শামীম হোসেন ১৪১, আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯, আবু বাকের মজুমদার ৩৪১, তানভির বারী হামিম ২২৮ ও মেঘমল্লার বসু ৯৯ ভোট পেয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ৮৪২, আবিদুল ইসলাম ২৩৮, উমামা ফাতেমা ৬৯, আবদুল কাদের ৬৭, বিন ইয়ামিন মোল্লা ১১ এবং শামীম হোসেন ১২২ ভোট পেয়েছেন। একই হলে ডাকসুর জিএস পদে এসএম ফরহাদ ৬৮৩, মেঘ মল্লার বসু ১২৪, আবু বাকের মজুমদার ৮১ এবং তানভীর বারী হামীম ৩০৭ ভোট পেয়েছেন।
অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১, উমামা ফাতেমা ৯০, শামীম হোসেন ১১১, আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬, তানভির বারী হামিম ১৮০, আবু বাকের মজুমদার ১৪৭ ও মেঘমল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন।
সুফিয়া কামাল হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১২৭০, আবিদুল ইসলাম ৪২৩, উমামা ফাতেমা ৫৪৭, আবদুল কাদের ৫৫ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৯৬৪, মেঘমল্লার বসু ৫০৭, আবু বাকের মজুমদার ২১৬, আরাফাত ৪২৮ ও তানভির বারী হামিম ৪০২ ভোট পেয়েছেন।
শামসুন্নাহার হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১১১৪ ও আবিদুল ইসলাম ৪৩৪ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এস এম ফরহাদ ৮১৪ ও তানভির বারী হামিম ৩১২ ভোট পেয়েছেন।
জিয়া হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১ ও আবিদুল ইসলাম ১৮১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এস এম ফরহাদ ৫৮৯ ও তানভির বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন।
শহীদুলাহ্ হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৯৬৬ ও আবিদুল ইসলাম ১৯৯ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এস এম ফরহাদ ৭৭৩ ও তানভির বারী হামিম ২৪৯ ভোট পেয়েছেন।
জহুরুল হলের ফলাফল ফলাফলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৮৯৬, আবিদুল ইসলাম ৩১৪, কাদের ৮৭, উমামা ৯৬, শামিম ১৯৪ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৭০, হামিম ৪০৯, বাকের ৮৯, মেঘমল্লার ১৪০, আরাফাত ২২০ ভোট পেয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন ৭০৪ ও মায়েদ ২৮৭ ভোট পেয়েছেন।
এসএম হলের ফলাফল ফলাফলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৩০৩, আবিদুল ইসলাম ১১০, আব্দুল কাদের ২১, শামীম ৫০ ভোট পেয়েছেন। জিএস পদে আরাফাত ৬৬, ফরহাদ ২৩৭, হামিম ১২৪, আবু বাকের ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান ২৪০, মায়েদ ৯৪, তাহমিদ ৫২ ভোট পেয়েছেন।
রোকেয়া হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ১৪৭২, আবিদ ৫৭৫, উমামা ৬১৪, শামীম ৬৮৪, কাদের ৯৮, জামাল ৪৯, মেঘমোল্লা ১৪ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ১১২০, হামিম ৪৪৭, আরাফাত ৬৬৪, বাকের ২৪১, মেঘমল্লার ৭৮০, সাবিনা ৪২ ভোট পেয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান ১২২৪, তাহমিদ ৩৭৫, মায়েদ ৪৭৫, আশরেফা ৯৩ ভোট পেয়েছেন।
জগন্নাথ হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ১০, আবিদ ১২৭৬, কাদের ২১, উমামা ২৮৭, শামিম ১৭১, ইয়ামিন মোল্লা ৫ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫, হামিম ৩৯৮, বাকের ২৭, মেঘমল্লার ১১৭০, আশিক ৭ আরাফাত ১৬৯ ভোট পেয়েছেন।এজিএস পদে মহিউদ্দিন ৭, মায়েদ ১১০৭ ভোট পেয়েছেন।
বিজয় একাত্তর হলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৯৯১ ভোট। এছাড়া, আবিদুল ইসলাম ২৭৮, কাদের ৯৫, উমামা ১০৪ ও শামীম ১৯১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে আরাফাত ১৯৪ ভোট, ফরহাদ ৭৭৯, হামিম ৪৪২ ও মেঘমল্লার বসু ১৪৫ ভোট পান। এছাড়া এজিএস পদে মহিউদ্দিন খান ৮২৮ ভোট, মায়েদ ৩৩৪ ভোট এবং তাহিমিদ ১৮০ ভোট পেয়েছেন।
মুহসীন হলে ভিপি পদে সাদিক কায়েম ৬৩৩, আবিদুল ইসলাম ২৩১, কাদের ৭০, উমামা ৫৬ ও শামীম ১২৩ ভোট পেয়েছেন। আর জিএস পদে এস এম ফরহাদ ৫০১, মেঘমল্লার বসু ১০৬ ও হামীম ২৫৮ ভোট পেয়েছেন। একই হলে এজিএস পদে মায়েদ ২০০, মহিউদ্দিন ৫২৭ ও জুবেল ৪০ ভোট পান।
এফ রহমান হলে ভিপি পদে সাদিক কায়েম ৬০২, আবিদুল ইসলাম ১৮৬, শামীম ১২২, কাদের ৯১ ও উমামা ৭৯ ভোট পেয়েছেন। আর জিএস পদে আরাফাত ১২৫, ফরহাদ ৪৮৮, হামিম ২৪৫, মেঘমল্লার বসু ১৫৭ ও বাকের ৫৪ ভোট পেয়েছেন। এছাড়া, এজিএস পদে মহিউদ্দিন খান ৫১২, মায়েদ ১৮৩ ও তাহিমিদ ১১৯ ভোট পান।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৭৮ শতাংশের বেশি ভোট পড়েছে।