ঢাকা: ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, টানা কয়েকদিনের আর্দ্র গরমে নগরবাসী ভোগান্তিতে থাকলেও হালকা বৃষ্টির কারণে স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। তবে হঠাৎ বৃষ্টির কারণে অফিস যাত্রী ও সাধারণ মানুষকে ভোগান্তিতেও পড়তে হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মাঝে মাঝেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও আবহাওয়ার তারতম্য বজায় থাকবে।