ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে অন্য আসনে পুনর্বিন্যাসের দাবিতে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো মহসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডে গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
এ সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়াও, আলগি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
এর আগে, আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে গত শুক্রবার দুই দফা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।