Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুতে বিজয়ী শিবির প্যানেলের কাছে ২ প্রস্তাব মির্জা গালিবের

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩০

ড. মির্জা গালিব।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল বিজয়ী হয়েছে। নবনির্বাচিত এই প্যানেলের কাছে দুই প্রস্তাব দিয়েছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মির্জা গালিব।

মির্জা গালিব তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, প্যানেলের প্রতি তার দুটি প্রয়োজনীয় অনুরোধ রয়েছে:

১. মেঘমল্লাদের যেন মনের খুশিতে যতটা ইচ্ছে শিবিরকে সমালোচনা বা গালাগালি করার স্বাধীনতা থাকে।

২. ছাত্রীরা দল, মত বা পোশাক নির্বিশেষে যেন কোনো হয়রানি বা বুলিং-এর শিকার না হয়, একটি ভয়মুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ বেশিরভাগ পদে জয়ী হন ছাত্রশিবির সমর্থিত জোটের প্রার্থীরা। ভিপি পদে নির্বাচিত হন সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর মির্জা গালিবের এই প্রস্তাব নতুন প্যানেলের কাছে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ইসলামী ছাত্রশিবির ড. মির্জা গালিব ডাকসু নির্বাচন প্রস্তাব

বিজ্ঞাপন

পূর্ণতায় পরীমণি
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২১

আরো

সম্পর্কিত খবর