ঢাকা: দুর্বল বা নিম্নমানের কোম্পানির শেয়ারের উল্লম্ফনে ফের পতনের কবলে পড়েছে পুঁজিবাজার। দীর্ঘদিন পর বাজার যখন ক্রমশঃ ঊর্ধ্বমুখী ও লেনদেন বাড়ছিল, তখন এসব শেয়ারের দরবৃদ্ধি পুঁজিবাজারকে আবার অস্থির করে তুলেছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বড় দরপতনের পর বুধবারও (১০ সেপ্টেম্বর) সূচক নিম্নমুখী এবং লেনদেনে বড় পতন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন ধরেই জিকিউ বলপেন, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মতো স্বল্পমূলধনীর শেয়ারকে ঘিরে কারসাজির ঘটনা ঘটছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)-এর পক্ষ থেকে কোম্পানিগুলোর কাছে কোন সংবেদনশীল তথ্য আছে কি না- জানতে চাওয়া হলেও কোম্পানিগুলো গৎবাঁধা উত্তর দিয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৩ পয়েন্টে। যা মঙ্গলবার ৮৯ পয়েন্ট ও সোমবার ৯ পয়েন্ট কমেছিল।
এদিন ডিএসই-তে ৯৪৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ১৭৭ কোটি ২৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২২৭ কোটি ৩০ লাখ টাকা বা ১৯ শতাংশ।
বুধবার ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৩টির বা ১০.৮৩ শতাংশের। আর দর কমেছে ৩১৩টির বা ৭৮.৮৪ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৪১টির বা ১০.৩৩ শতাংশের।
অপরদিকে বুধবার সিএসই-তে ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৫০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২টির, কমেছে ১৮৩টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির।
এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৫ পয়েন্টে। আগের দিন সিএসই-তে ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২১৪ পয়েন্ট কমেছিল।