Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে চবি’র ৯ শিক্ষার্থী

চবি করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৮

পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন চবির ৯ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন ৯ শিক্ষার্থী।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের সামনে ‘অধিকার সচেতন শিক্ষার্থী’র ব্যানারে আমরণ কর্মসূচি শুরু করেছেন তারা।

অনশনরত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওমর সমুদ্র ও সুদর্শন চাকমা, সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ঈশা দে ও জশদ জাকির, স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাম্রা সাইন মারমা, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আহমেদ মুগ্ধ ও নাঈম শাহজান, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সুমাইয়া শিকদার এবং বাংলা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ধ্রুব বড়ুয়া।

বিজ্ঞাপন

অনশনরত শিক্ষার্থী ওমর সমুদ্র সারাবাংলাকে বলেন, ‘গত ৩০ ও ৩১ আগস্টের সংঘর্ষের ঘটনায় প্রক্টরিয়াল বডির ব্যর্থতার প্রেক্ষিতে আমরা সাত দফা দাবি জানিয়েছিলাম। এসব দাবিতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। কিন্তু কোনো দাবি পূরণ না হওয়ায় আমরা আজ অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।’

অনশনরত আরেক শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘ গত ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার পেছনে প্রক্টরিয়াল বডির ব্যর্থতার দায় আছে। তাছাড়া গত এক বছরের মধ্যে ক্যাম্পাসে গুপ্ত হামলা হয়েছে, নারী শিক্ষার্থী বহিষ্কারকে কেন্দ্র করে তাদের বিতর্কিত ভূমিকা রয়েছে। তারা তাদের দাবি যথাযথভাবে পালন করেনি। আমরা এই প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করছি। অনশনে বসার আগেও আমরা আরও কর্মসূচি পালন করেছি। এক হাজার শিক্ষার্থী স্বাক্ষর সংগ্রহ করেছি। ‘

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক কুরবান আলী সারাবাংলাকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, আজ কিছু শিক্ষার্থী অনশনে বসেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।’

সারাবাংলা/এমআর/এসএস

অনশন আমরণ চবি দাবি পদত্যাগ প্রক্টরিয়াল বডি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর