ঢাকা : নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকায় পুকুরের পানিতে ডুবে মশহুদ মঞ্জুর বর্ষ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সোনারগাঁও মদনপুর একটি ফার্ম হাউজের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
নিহত বর্ষ গাজীপুর জেলার কালীগঞ্জের বাসিন্দা শেখ মঞ্জুর বারীর ছেলে। বর্তমানে তারা মোহাম্মদপুর বাবর রোডে থাকেন। বর্ষ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনালের (বিইউপি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাসপাতালে নিয়ে আসা বান্ধু বর্নিল ব জানান, এক বন্ধুর বাবার ফার্মহাউজে ঘুরতে যান বর্ষসহ ও তার ছয় বন্ধু। দুপুরে সেখানকার পুকুরে গোসল করতে নামেন চারজন। এসময় তাদের মধ্যে এক বন্ধু হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে অন্য বন্ধুরাও এগিয়ে গেলে সবাই একে অপরের হাত ধরে টেনে উঠানোর চেষ্টা করে। এমন সময় বর্ষ পুকুরের পানিতে ডুবে যায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত বর্ষের বাবা শেখ মঞ্জুর বারী জানান, তার ছেলে বর্ষ সাঁতার জানতো। পানিতে ডুবে মারা যাবার কথা না। এখানে অন্য কোন ঘটনা থাকতে পারে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।