সিলেট: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরের খাবার খেয়ে বাড়ির পার্শ্ববর্তী উঠানে খেলাধুলা করছিল ওই তিন শিশু। পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নামেন। একে একে তিন শিশুকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিশুরা হলো-নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৪), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৭) এবং শ্রাবণ ও শুভর ফুফাতো বোন রহনা সরকার (৫)।
একই পরিবারের তিন শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।