Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চান ইসি কর্মকর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৮

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এবার ইসি কর্মকর্তারাও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চান।

বুধবার (১০ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন (বাইকঅএ) এর আহ্বায়ক কমিটির সভায় পাঁচ দফা দাবির কথা জানান কর্মকর্তারা।

‎কর্মকর্তাদের দাবিগুলো হলো—

  • নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ–২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান।
  • পদসৃজন, আপগ্রেডেশন ও প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন।
  • ‎জাতীয় পরিচয় নিবন্ধন আইন–২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট হস্তান্তর।‎

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর