Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৮

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী সাহার আলী (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ একই পরিবারের ছয়জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দশমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহার আলী সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন নিহত সাহার আলীর বড় ভাই আশরাফুল হক (৫৫), নিহতের স্ত্রী সিফালী খাতুন (৪০), একই পরিবারের বেবী খাতুন (৫০), পারভীনা আক্তার (৪৫) ও জুরিনা খাতুন (২৭)। তাদের সবার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামে। একই ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকচালক শুকুর আলী (৬৫), তিনি গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

আহতরা জানায়, তারা সপরিবারে ঝিনাইদহে এক স্বজনের মরদেহ দেখতে যাচ্ছিলেন। পথে দশমাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইককে ধাক্কা দিলে তারা ছিটকে সড়কের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই সাহার আলী নিহত হন।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার জানান, খবর পেয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, আহতদের মধ্যে জুরিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

‘এই সময়ের হিটলার ট্রাম্প’
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১

আরো

সম্পর্কিত খবর