Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এই সময়ের হিটলার ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:২২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেলে বিক্ষোভকারীদের মুখোমুখি হন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ডিসি’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয়। তারা ট্রাম্পকে ‘আমাদের সময়ের হিটলার’ বলেও আখ্যায়িত করে। খবর এনডিটিভি।

হোয়াইট হাউসের কাছে অবস্থিত ‘জো’স সিফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব’ নামের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে ।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের দেখে ট্রাম্প হাসেন এবং মাথা নাড়েন। এরপর তিনি তাদের সরিয়ে নেওয়ার জন্য ইশারা করেনবলেন, ‘চলুন, এগিয়ে যান।’

রেস্তোরাঁর অন্যান্য গ্রাহকরা বিক্ষোভকারীদেরকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়, পরে তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ডিনারে ট্রাম্পের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

‘কোড পিঙ্ক’ নামে একটি নারীবাদী অ্যাক্টিভিস্ট গ্রুপ এই বিক্ষোভের দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। তারা লিখে, ‘যখন ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কো রুবিও, পিট হেগসেথ এবং অন্যরা একটি স্টেকহাউসে ভোজ করছিল, তখন আমরা আমাদের অবস্থানে অটল ছিলাম এবং তাদের সত্যটা বলেছি, ডিসিকে মুক্ত করো, প্যালেস্টাইনকে মুক্ত করো। ট্রাম্প আমাদের সময়ের হিটলার।’

ওয়াশিংটন ডিসি-এর পুলিশকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করার পর ট্রাম্প গর্ব করে বলেছিলেন, রাজধানী এখন একটি ‘নিরাপদ অঞ্চল’ এ পরিণত হয়েছে।

ডিনারে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, খুব শীঘ্রই আরেকটি শহরে একই ধরনের অভিযান শুরু হবে। তিনি বলেন, ‘আমরা খুব শীঘ্রই আরেকটি শহরের নাম ঘোষণা করব, আমরা এই বিষয়ে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘এটি দেশের সবচেয়ে অনিরাপদ শহরগুলির মধ্যে অন্যতম ছিল। এখন এটি দেশের সবচেয়ে নিরাপদ শহর, তাই আমরা এখানে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছি, এবং সকলের বাইরে আসা উচিত।’

এরপর তিনি উপস্থিত গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের একটি নিরাপদ শহর আছে, এটা ভালো। আপনারা উপভোগ করুন। বাড়ি ফেরার পথে আপনাদেরকে কেউ আক্রমণ করবে না।’

সারাবাংলা/এইচআই

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

‘এই সময়ের হিটলার ট্রাম্প’
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১

আরো

সম্পর্কিত খবর