Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে: খৈয়ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৫

রাজবাড়ী: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ি ও মন্দির পাহারা দিয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খৈয়ম বলেন, ‘কোনো ধর্মেই বলা হয়নি মানুষে মানুষে বিভাজন তৈরি করতে, অন্যের সম্পদ দখল করতে বা খারাপ কাজে লিপ্ত হতে। ধর্ম আলাদা হলেও রাষ্ট্রে সবাই সমানভাবে বাস করে। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সমান অধিকার, যা আমাদের দেশে হয় না।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ক্ষমতায় থেকেও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে পারেনি, বরং সন্ত্রাস ও মৌলবাদী উত্থানকে প্রশ্রয় দিয়েছে। খৈয়মের ভাষায়, “জোর করে ক্ষমতায় থেকে মানুষকে গুম, গ্রেফতার ও নির্যাতন করেছে আওয়ামী লীগ।”

খৈয়ম আশ্বস্ত করে বলেন, ‘সামনে দুর্গাপূজা—কোনো ভয় নেই আপনাদের। প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা আবারও মন্দির পাহারা দেবে। বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সবসময় আপনাদের পাশে থাকব।’

সারাবাংলা/এসএস

খৈয়ম বিএনপি সম্প্রদায় হিন্দু

বিজ্ঞাপন

‘এই সময়ের হিটলার ট্রাম্প’
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১

আরো

সম্পর্কিত খবর