Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের ঘনিষ্ট মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চার্লি কার্ক।

যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনৈতিক কর্মী, ভাষ্যকার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত চার্লি কার্ককে গুলি করে হত্যা করেছে এক যুবক।

বুধবার (১০ সেপ্টেম্বর) আমেরিকার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটি চত্বরে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করেন ওই যুবক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চার্লি।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ছোট তাঁবুর নিচে বসে আছেন চার্লি। হঠাৎ গুলির বিকট শব্দ। চেয়ার থেকে ছিটকে নিচে পড়ে যান তিনি। এ সময় দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার আগে চার্লি কার্ক। ছবি: রয়টার্স

বিবিসির খবরে বলা হয়েছে, গুলিটা চার্লির গলায় লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে দুষ্কৃতকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পরে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পরে উটার সিনেটর মাইক লি এক্স হ্যান্ডেলে লিখেছেন, পরিস্থিতির ওপর নজর রাখছি। সবাইকে অনুরোধ, চার্লি কার্ক এবং সেখানে উপস্থিত শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করুন।

এদিকে চার্লির মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে লিখেছেন, কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয়কে চার্লির মতো আর কেউ এতটা বোঝেনি বা অনুভব করেনি।

তিনি সবার কাছেই প্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন, বিশেষ করে আমার কাছে, আর এখন তিনি আর আমাদের মাঝে নেই। মেলানিয়া এবং আমি তার স্ত্রী এরিকা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। চার্লি, আমরা তোমাকে ভালোবাসি!

সারাবাংলা/ইআ

গুলি করে হত্যা ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর