ঢাকা: গুণী শিক্ষক বছাইয়ের মানদণ্ড অনুযায়ী প্রতি জেলার মাদরাসা থেকে তিন ক্যাটাগরিতে একজন করে নাম প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন মাদরাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৫ ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে গুণী শিক্ষক নির্বাচন করে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
বুধবার (১০ সেপ্টেম্বর) অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ (৫ অক্টোবর) উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক (এবতেদায়ী), মাধ্যমিক (দাখিল), কলেজ (আলিম/ফাজিল/কামিল) মাদরাসা স্তরের গুণী শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে ‘গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৫’ ও ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৫’ পাঠানো হয়েছে।
https://dme.gov.bd/sites/default/files/files/dme.portal.gov.bd/notices/3898132c_59b6_4e28_8a1f_d9762508b3be/25-3-9-25_Part-1_(1).pdf.pdf এই ঠিকানায় নীতিমালাটি দেখা যাবে।