Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচক বাড়লেও লেনদেনের বড় পতন, হতাশ বিনিয়োগকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৯

ঢাকা: দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও বড় ধরনের পতন হয়েছে লেনদেনে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ গত ৭ সেপ্টেম্বর প্রায় ১৩ মাস পর ১৪শ’ কোটি টাকা লেনদেনের ঘর স্পর্শ করে। তবে মাত্র চার কার্যদিবসের ব্যবধানে সেই লেনদেন অর্ধেকে নেমে এসেছে।

এদিকে লেনদেনের এমন দ্রুত পতনে হতাশ বিনিয়োগকারীরা। তারা বলছেন, পুঁজিবাজারে লেনদেন বাড়া জরুরি। এতে বাজারে স্থিতিশীলতা ফিরে আসে। নতুন বিনিয়োগও বাজারে আসে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৪ পয়েন্টে। যা বুধবার ৬৫ পয়েন্ট, মঙ্গলবার ৮৯ পয়েন্ট ও সোমবার ৯ পয়েন্ট কমেছিল।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে ৭৭৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ গত ৭ সেপ্টেম্বর হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। এ হিসেবে ৪ কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ৬৬৩ কোটি ৫৭ লাখ টাকা বা ৪৬ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসই-তে লেনদেন হওয়া ৪০১টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮২টির বা ৭০.৩২ শতাংশের। আর দর কমেছে ৫৪টির বা ১৩.৪৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৫টির বা ১৬.২১ শতাংশের।

অপরদিকে সিএসই-তে বৃহস্পতিবার ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৯৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০১টির, কমেছে ৭৬টির এবং পরিবর্তন হয়নি ১৮টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৯৩ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৫৫ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর