Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেছেন যে, দেশে-বিদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ‘যত ষড়যন্ত্রই আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তা মোকাবিলা করব। জনগণের শক্তিই হবে আমাদের ভরসা।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিএনপি ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জুলাইয়ে ঘোষিত ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা দিয়েছে। এতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জনপ্রশাসন ও মানুষের মৌলিক চাহিদা পূরণের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ডা. জাহিদ আরও বলেন, ‘আগামী বাংলাদেশ হবে এমন এক রাষ্ট্র যেখানে সুশাসন, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত হবে। কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাবে না, অপরাধীরা ছাড়ও পাবে না।’

তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দিয়ে বলেন, ‘ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে যাতে কোনোভাবেই ফ্যাসিবাদ বা তার দোসররা ফিরে আসতে না পারে।’

সমাবেশে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এনজে

গণতন্ত্র প্রতিষ্ঠা ডা. জাহিদ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর